• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৩:০৮ (29-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজাপুরে টমটম–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৯:১৭

রাজাপুরে টমটম–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আব্দুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই মো. সিয়াম (১৯) গুরুতর আহত হয়েছেন।

Ad

২৮ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিংড়ি বাড়ৈইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রহমান ও তার ছোট ভাই সিয়াম মোটরসাইকেল যোগে রাজাপুর থেকে ছত্রকান্দা যাওয়ার পথে বিপরীত দিক থেকে রাজাপুর গামী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম চালক একটি বাস ওভারটেক করার সময় রং সাইডে চলে এলে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুর রহমান মাথা ও ডান পায়ে গুরুতর আহত হন এবং তার ভাই সিয়াম ডান পায়ে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৩টার দিকে আব্দুর রহমান মারা যান।

নিহত আব্দুর রহমান ও আহত সিয়াম ঝালকাঠির ছত্রকান্দা গ্রামের বাসিন্দা এবং মৃত শাহ আলম খানের ছেলে। ঘটনার খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
জামালপুরে ভারতীয় মদসহ আটক-১
২৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৩:১২



Follow Us