• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫২:১৬ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী চাকরি মেলা

২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:১৩

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী চাকরি মেলা

শরীয়তপুর প্রতিনিধি: শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী সেমিনার ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ জানুয়ারি রবিবার ইনস্টিটিউট ক্যাম্পাসে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘এসেট’ প্রকল্পের অর্থায়নে এই আয়োজন করা হয়।

Ad
Ad

চাকরি মেলায় স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ পেয়ে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. মঞ্জুরুল ইসলাম এবং নিউ মাল্টিপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী শ্যামল ব্রক্ষ। প্রবন্ধ উপস্থাপন করেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটের টেলিকমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অজিত বাছার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার মো. সোহানুর রহমান, একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর বাবুল কুমার ভট্টাচার্য্য, চিফ ইনস্ট্রাক্টর সঞ্জিত কুমার মিস্ত্রী, কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান এ এস এম আশরাফুল হক ও রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা।

চাকরি মেলায় দেশের খ্যাতনামা ৯টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো, ক্যানভাস কম্পিউটার, বিডিজবস ডটকম, ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড, বিডি কলিং, এটোভা টেকনোলজি, ফেবোটনিক্স, নিউ মাল্টিপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, মাস্টার কিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ট্রাস্ট অটোমেশন টেকনোলজি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সিভি সংগ্রহ করে এবং যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়ার আশ্বাস দেয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইমরুল হাসান বলেন, ‘এই চাকরি মেলা শিক্ষিত বেকার যুবকদের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে তরুণরা কর্মমুখী হবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
শরীয়তপুরে অবৈধ মাটি উত্তোলনে ১ মাসের কারাদণ্ড
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৩২

জামায়াতের নারী সমাবেশ স্থগিত
জামায়াতের নারী সমাবেশ স্থগিত
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:৪৯



সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক বহিষ্কার
২৯ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৮







Follow Us