মোজো রিপোর্টার: ঢাকা-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রার্থীতা যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নিশ্চিত হলো।


মনোনয়ন বৈধতা ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ড. এম এ কাইয়ুম। তিনি বর্তমানে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক এই প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের স্থানীয় কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে ঢাকা-১১ আসনে মনোনয়ন দেওয়ার জন্য। আজ প্রার্থীতা যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতির পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সকল গণমাধ্যমকর্মীর প্রতি আহ্বান জানিয়ে ড.এম এ কাইয়ুম বলেন,আমি এই আসনের সকল গণমাধ্যমকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি আমাদের কোনো ভুল থাকলে সেটাও নির্ভয়ে তুলে ধরবেন। গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা গণতন্ত্রের জন্য অত্যন্ত জরুরি।
বিএনপি এই ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বলেন, ঢাকা-১১ আসনের জনগণের সহযোগিতা এবং সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার মাধ্যমে এই আসনকে একটি আদর্শ আসনে পরিণত করা হবে।আমি বিশ্বাস করি, ঢাকা-১১ আসনের জনগণ ও আপনাদের সহযোগিতায় আমরা এই এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আসন হিসেবে গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।
ঢাকা-১১ আসনের মাটি ও গণমানুষের এই নেতা আরও বলেন, দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আবারও ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই অর্জন রক্ষা করা এখন সবার দায়িত্ব। এই ভোটাধিকার শুধু প্রয়োগ করলেই হবে না, এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
বিএনপির এই নেতা বলেন, একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অতীতের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সংঘাত, প্রতিহিংসা ও দমনমূলক রাজনীতির সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও নাগরিক অধিকার নিশ্চিত করা।
ড.এম এ কাইয়ুম আশাবাদ ব্যক্ত করে বলেন, ঢাকা-১১ আসনে একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল রাজনৈতিক দল ও প্রার্থীরা গণতান্ত্রিক আচরণ বজায় রেখে নির্বাচনে অংশ নেবে-এমন প্রত্যাশা করেন তিনি।
ড. এম এ কাইয়ুম বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বিশেষ গুরুত্ব দেবেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া ও সামাজিক কার্যক্রম জোরদার করা হবে।
মনোনয়ন বৈধ ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে এই আসনে বিএনপি একটি শক্ত অবস্থান তৈরি করতে পারবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে গণমাধ্যমকে ড. এম এ কাইয়ুম বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের নির্বাচন। আমি বিশ্বাস করি, ঢাকা-১১ আসনের জনগণ সত্য, ন্যায় ও কল্যাণের পক্ষে রায় দেবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available