• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে পৌষ ১৪৩২ সকাল ১১:০৬:৫৬ (07-Jan-2026)
  • - ৩৩° সে:

তারেক রহমানকে কটূক্তি

সাবেক এমপি পাটোয়ারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: দুলু

৫ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:২৬

সাবেক এমপি পাটোয়ারীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: দুলু

নাটোর প্রতিনিধি: নাটোর বড়াইগ্রামে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্যে, নাটোর-৪ আসনের গুরদাসপুর ও বড়াইগ্রাম ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলের সাবেক এমপি ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী অনলাইন টেলিগ্রাম অ্যাপস গ্রুপের মাধ্যমে, প্রধান সমন্বয়ক হয়ে একটি বক্তব্য দেন, তা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে নাটোরের বড়াইগ্রাম থানার বিএনপির, অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Ad

৫ জানুয়ারি সোমবার দুপুরে বড়াইগ্রাম থানা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

বিএনপির নির্বাচন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মো. আশরাফ আলীর সভাপতিত্বে ও বড়াইগ্রাম থানার সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিটির সদস্য সচিব সামসুল হক রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুল।

প্রধান বক্তা হিসেবে ছিলেন নাটোর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা বিএনপির সদস্য, কাজী শাহআলম, জেলা বিএপির সদস্য জিএস সোহেল, বড়াইগ্রাম পৌর নির্বাচন কমিটির আহ্বায়ক, সাবেক মেয়র ইসহাক আলী, বড়াইগ্রাম পৌর সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, পৌর নির্বাচন কমিটির সদস্য সচিব এবি এম ইকবাল হোসেন রাজু, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মৃধা।

থানা শ্রমিকদলের আহ্বায়ক, আব্দুল মুন্নাফ খান, যুবদলের সভাপতি মিজান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, নুর আলম, শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভুঁইয়া, বনপাড়া পৌর নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক সাহাবুল আলম। ছাত্রদলের নেতা সুজন, মিলন, আলামিন, প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুল বলেন, সম্প্রতি টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে গোপন মিটিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের রাতের অবৈধ এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারী যে ধরনের কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় গালিগালাজসহ, নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। এটা মেনে নেয়া হবে না, পূর্বেও সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, পাটোয়ারী হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও বাবুর হাত পায়ের রগ কেটে হত্যা করেছেন এই কসাই খ্যাত ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বড়াইগ্রাম থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন, অনুরোধ করবো মামলা নিয়ে, ৪৮ ঘণ্টার মধ্যে, রাতের অবৈধ এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীসহ বাবু হত্যার সকল আসামিকে গ্রেফতার করা না হলে, বড় ধরনের কর্মসূচি দেয়া হবে। তিনি বড়াইগ্রামের বিএনপির নেতা কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us