• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ সকাল ১১:১২:১৯ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৪:০৭

সংবাদ ছবি
“ছবি: সংগৃহীত”

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। কেউ মিছিল সহকারে, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে এসে অবস্থান নিচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

Ad

‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ।

Ad
Ad

আজ ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সরেজমিনে দেখা যায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হচ্ছেন।

এর আগে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীজুড়ে বিক্ষোভ শুরু হয়।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এখন উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
প্রথম আলোর ভবন পরিদর্শন করলেন আইজিপি
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:০০

সংবাদ ছবি
শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৯:৩২





সংবাদ ছবি
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৫:৫৯





Follow Us