• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৫৯:২৮ (01-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৫৯:২৮ (01-Aug-2025)
  • - ৩৩° সে:

ফ্যাসিস্টরা যেন বাংলাদেশের মাটিতে আর স্থান না পায়: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “যার যার এলাকায় ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। ফ্যাসিস্টরা যেন বাংলাদেশের মাটিতে আর স্থান না পায়।"তিনি বলেন, “বিএনপি, জামায়াত ও এনসিপি—আমরা সবাই ফ্যাসিস্ট বিরোধী। কিন্তু আজ নিজেদের মধ্যেই বিভেদ তৈরি করছি। এটা মেনে নেওয়া যায় না।”১৭ জুলাই বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আলাইপুর জেলা বিএনপি কার্যালয় থেকে বেলা ১১টায় শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ যুবদলের নেতাকর্মীরা।