নিজস্ব প্রতিবেদক: জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

১৪ ডিসেম্বর রোববার সন্ধ্যার পর ধানমন্ডি এলাকা থেকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।


তিনি জানান, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে আটক নাকি কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
এদিকে ডিবি কার্যালয় থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে আনিস আলমগীর জানান, ধানমন্ডির একটি জিম (ব্যায়ামাগার) থেকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, আনিস আলমগীর ২০১৭ সালে দৈনিক মানবকণ্ঠ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি দৈনিক দেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরে মানবকণ্ঠে যোগদানের আগে এশিয়ান টেলিভিশনে হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available