নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় অসহায় ও দুস্থদের মাঝে মেহমানদারির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেখানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থাকবে, কিংবা বিএনপির নামে কেউ যদি অন্যায়, অপরাধ কিংবা অপকর্ম করে—সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে প্রতিহত করতে হবে।
৫ সেপ্টেম্বর শুক্রবার এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ আফাজ উদ্দিন বলেন, ‘সবাইকে ভালো কাজে এগিয়ে আসতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে রুখে দিতে হবে। আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে জনগণের সেবা করতে চায়।” সব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।’
তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদের দোসরদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। তারা অর্থ দিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। তাই তাদের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান সেলিম , উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা রবিউল হক বাবু, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ভুইয়া, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশ্রাফ উদ্দিন, ৪৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রিপন সরকার, ৪৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুল বাসেত, উত্তরখান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তানজীম, উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল, উত্তরখান থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উত্তরখান থানা ছাত্রদলের সহ-সভাপতি ইশতিয়াকুল বাসেত ইশতি, এছাড়াও ঢাকা-১৮ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আরও অনেকে ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available