• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ দুপুর ০২:৩৬:৩৭ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৫২:৪৮

রাজধানীর উত্তরায় বাড়িতে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ছয়তলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে পৌঁছেছে। আজ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Ad

সকালে তিনজন নিহত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশের উত্তরা বিভাগের উপ–কমিশনার শাহরিয়ার আলী।

Ad
Ad

নিহত ছয়জনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু। নিহত বাকিদের নাম, পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম আজ সকালে বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের বাড়িটিতে আগুন লাগার ঘটনা ঘটে। দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুপুরে পুলিশের উত্তরা বিভাগের উপ–কমিশনার শাহরিয়ার আলী এ খবর জানান।

এ আগুনে এত হতাহত কেন—এমন প্রশ্নের জবাবে তালহা বিন জসিম বলেন, ঘরে প্রচুর আসবাব ছিল। সেগুলোতে আগুন লেগে যায়। আগুন তাই দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন–৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিনতলা পর্যন্ত ছড়িয়ে যায়।

সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১০টার দিকে পুরোপুরি নিভেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা
পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা
১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:২৫:২০



সখিপুরে চিতা বাঘ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের
সখিপুরে চিতা বাঘ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের
১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৬:০৯








Follow Us