নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযানে দেশীয় পিস্তল, অ্যামুনিশন ও ককটেল বোমা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১৭ নভেম্বর সোমবার সকাল ৮টায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।


অভিযান চলাকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করা হয়। তল্লাশিতে একটি চালের বস্তা থেকে ১টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড অ্যামুনিশন এবং ৪টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ট্রেন ছাড়ার পর পার্বতীপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সময় ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা নির্দিষ্ট একটি বগিতে রেখে চলে যায়। ঘটনার সঙ্গে জড়িত নাশকতাকারীদের শনাক্তের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
সেনাবাহিনীর সূত্র জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available