কুমিল্লা যৌথবাহিনীর অভিযানে দুটি পিস্তল ও বুলেটসহ আটক ১
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও বুলেটসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৬টায় বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথবাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে অস্ত্রধারী মো. সোহাগকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি পিস্তল এবং ১৪ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনীর সূত্র জানায়।আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে।