নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো সহিংসতার ঘটনা ঘটেছে। ছিনতাইকৃত মোবাইলের জেরে স্থানীয় এক মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর সন্ত্রাসী জাহিদ এবার র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়ির ভেতরে থাকা জবা আক্তার নামে ১৮ বছরের এক তরুণীর বুকে লাগে।

১৬ নভেম্বর রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইরের বালুরমাঠ সংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।


পুলিশের একটি সূত্র জানায়, আগের দিন শনিবার বিকেলে মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইল ফেরত চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজ ও স্থানীয় মাদক কারবারি ও ছিনতাইকারী হিসেবে পরিচিত জাহিদের মধ্যে ঝামেলা বাঁধে। জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপনসহ আট-দশজন পারভেজকে ঘিরে মাথা, হাত এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পারভেজ প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর সময় জাহিদ ভয় দেখাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর সবাই দ্রুত এলাকা ছাড়ে।
এরপর দিনই র্যাবের একটি গোয়েন্দা দল নারায়ণগঞ্জের কালিরবাজার থেকে তথ্য পেয়ে গাইবান্ধা বাজার এলাকায় জাহিদকে ধরতে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদ পালানোর চেষ্টা করে। চারদিকে ঘেরাও করে ফেললে সে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখান থেকেই এক রাউন্ড গুলি সোজা গিয়ে লাগে জবা আক্তারের বুকে।
পরিবারের সদস্যরা তাকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
র্যাব এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে গ্রেফতারের চেষ্টা চলছে। সে র্যাবের দিকে লক্ষ্য করে গুলি করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available