• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:১১:৩৯ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

আমার মাকে ভারত সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে: জয়

১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৫৪:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে।

Ad

১৭ নভেম্বর সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। 

Ad
Ad

বার্তাসংস্থা রয়টার্সকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা জানি রায় কী হতে চলেছে। তারা এটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করতে চলেছে এবং তারা সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে।’

তবে জয় দাবি করেন, ‘আমার মায়ের তারা কী করতে পারে? আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

হাসিনা পুত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে এবং আমরা যা যা করা দরকার, সব করব।’

সজীব ওয়াজেদ জানান, ‘আমরা দেশের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশে আরও সংঘর্ষ বাড়বে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।’

এদিকে শেখ হাসিনার মামলার রায় সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিটিভি ও বার্তাসংস্থা রয়টার্স। এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে লাইভ সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৫ জন আটক
১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৪:২১






সংবাদ ছবি
পাবনায় কৃষক দিবস অনুষ্ঠিত
১৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৪৯


Follow Us