পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে প্রেমিকার মৃত্যু
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিকের লাঠির আঘাতে আছিয়া আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক সোহাগ (২৫) কে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।১ ডিসেম্বর সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত আছিয়া কেরানীগঞ্জ মডেল থানার কাঠালতলী দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার সম্পর্ক থাকায় আছিয়াকে দেখা করার কথা বলে রাতে সোনাকান্দা এলাকায় তার বাড়িতে ডেকে নেয় প্রেমিক সোহাগ। সেখানে তাদের মধ্যে কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ লাঠি দিয়ে আছিয়ার মাথায় সজোরে আঘাত করলে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে।ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন আছিয়ার পরিবারের সদস্যদের খবর দেন। সেখান থেকে তাকে উদ্ধার করে কাঠালতলী এলাকায় আছিয়ার নিজ বাড়িতে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।কেরানীগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর (এস আই) ফজিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে তারা কাঠালতলী এলাকায় গিয়ে আছিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় প্রধান অভিযুক্ত সোহাগকে আটক করা হয়েছে।’