ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির আলোচিত ও চাঞ্চল্যকর প্রবাসী ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম (৫৮) অবশেষে র্যাবের হাতে ধরা পড়েছেন।
গ্রেফতার হওয়া খোরশেদুল আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের ডালকাটা মোহাম্মদ আলী কারিগর বাড়ীর মৃত সিরাজুল হকের পুত্র। দীর্ঘ ১৪ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চকবাজার থানাধীন ওলিখাঁ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার লক্ষ্যে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইউনুস হত্যা মামলাটি ফটিকছড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচিত ছিল। বহু বছর পলাতক থাকার পর প্রধান আসামির গ্রেফতারের খবরে নিহত ইউনুসের পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য যে, ২০১১ সালের ১১ এপ্রিল ফটিকছড়ির নানুপুরের ডালকাটা গ্রামে প্রবাসী মো. ইউনুস (৫০) ও তার চাচাত ভাই হাসানকে কুপিয়ে গুরুতর জখম করেন খোরশেদুল আলম ও তার ভাই জাহেদুল আলম। ঘটনাস্থলেই ইউনুস সারেং মারা যান।
পরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৫ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দু’ ভাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available