• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৫:৩৩ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

সিলেটে টানা দ্বিতীয় জয়, ঢাকাকে হারিয়ে ঘুরে দাঁড়াল টাইটান্স

১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:৫৪

সিলেটে টানা দ্বিতীয় জয়, ঢাকাকে হারিয়ে ঘুরে দাঁড়াল টাইটান্স

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসরের শুরুতে হার দিয়ে যাত্রা শুরু করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিলেট টাইটান্স। ঘরের মাঠে নোয়াখালী এক্সপ্রেসের পর এবার ঢাকা ক্যাপিটালসকেও হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানের ব্যবধানে পরাজিত করে স্বাগতিক সিলেট। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানেই থামে ঢাকা।

Ad
Ad

রান তাড়ায় নেমে শুরু থেকেই সিলেটের বোলারদের চাপে পড়ে ঢাকা। মাত্র ৪৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় তারা। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত লড়াই করেন শামীম পাটোয়ারি। ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও দলকে জেতাতে পারেননি তিনি।

শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল ২৭ রান। শামীম চেষ্টা চালিয়ে গেলেও অভিজ্ঞ পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের নিখুঁত ইয়র্কারে শেষ বলে থেমে যায় ঢাকার আশা। ৪৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৮১ রান করেন শামীম, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস।

ঢাকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন সাব্বির রহমান, আর ২১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সিলেটের পক্ষে বল হাতে উজ্জ্বল ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৪০ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ম্যাচসেরা পারফরম্যান্স দেখান তিনি। এছাড়া মোহাম্মদ আমির ও নাসুম আহমেদ নেন ২টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭৩ রান। পারভেজ হোসেন ইমন ৩২ বলে ৪৪ রান করেন। শেষদিকে ঝোড়ো ব্যাটিংয়ে ২৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন ওমরজাই। সাইম আইয়ুব যোগ করেন ২৯ রান। ঢাকার হয়ে সালমান মীর্জা ৪৬ রান দিয়ে নেন ২ উইকেট।

এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে টানা দ্বিতীয় জয় পেল সিলেট টাইটান্স। প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হারলেও পরের দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেল দলটি। অন্যদিকে, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা ক্যাপিটালস দ্রুতই হারের স্বাদ পেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ
বিটিআরসির নতুন মহাপরিচালক শাহজাদ পারভেজ
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:০৪


কবি আবদুল হাই শিকদারের আজ ৭০তম জন্মদিন
কবি আবদুল হাই শিকদারের আজ ৭০তম জন্মদিন
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫২

লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার
লালপুরে কৃষি খামারে কিশোরের মরদেহ উদ্ধার
১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০০:৪৭




Follow Us