সাভার (ঢাকা) প্রতিনিধি: ভারতে পাচারকালে এক কোটি ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এসময় দেলোয়ার হোসেন(৬১) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
১০ অক্টোবর শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ৯ অক্টোবর বৃহস্পতিবার বেলা ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও ওই ব্যক্তিকে গ্রেফতার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেফতার হওয়া দেলোয়ার হোসেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বৃহস্পতিবার বেলা ৪টার দিকে সাভারের আমিন বাজারে থেকে একটি পিকআপে করে মূর্তিটি ভারতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় একটি ফ্রিজের বাক্সের ভেতরে বিষ্ণু মূর্তিটি নিয়ে চোরাকাবারি দেলোয়ার রওনা হয়। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় পিকআপ নিয়ে পৌঁছালে পুলিশ তল্লাশি করে ১৬৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার করে। ওই কষ্টিপাথরের মূর্তিটির অনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। এসময় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে করলে জানা যায়, একটি চক্র এই বিষ্ণু মূর্তিকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন- সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা, পরিদর্শক (ওসি তদন্ত ) আশিক ইকবাল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available