• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা আশ্বিন ১৪৩২ রাত ১১:৪৯:৩৫ (18-Sep-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বদলগাছীর মৃৎশিল্পীরা

১৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৬:০৮

সংবাদ ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দুর্গা পূজাকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরি আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকসহ মৃৎশিল্পীরা।

দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রঙ-তুলি দিয়ে তৈরি করছেন একেকটি প্রতিমা।

উপজেলা কেন্দ্রীয় মন্দিরসহ ৮টি  ইউনিয়নের প্রতিটি মন্দির-মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে।

বদলগাছী-উপজেলা সদর-আধাইপুর, মথুরাপুর, মিঠাপুর, পাহাড়পুর, কোলা, বিলাশবাড়ীসহ ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এমন চিত্রই দেখা গেছে। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা হচ্ছে দেবীদুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীদুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।

মৃৎশিল্পী কালিপদ মালাকার জানান, প্রতিবছরই অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি। শুধু জীবিকার জন্যই নয়, দেবীদুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে থাকে ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসাও। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে।
পূর্বের চেয়ে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কায় আছি।’

প্রতিমা কারিগর বাদল পাল জানান, ‘এ বছর প্রতিমা তৈরিতে ১৫ হাজার থেকে প্রকারভেদে ৫০ হাজারের অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে।’

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি জানান, ‘এ উপজেলায় এবার ১০৪টি পূজা মণ্ডপে দূর্গোৎসব পালিত হবে । আসন্ন শারদীয় দূর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপন করবে উপজেলার সনাতন ধর্মের লোকজন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯