• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ রাত ১০:২১:৫৭ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

১৫ নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১১:৪৬

হাবিপ্রবিতে রূপালী ব্যাংকের ঋণের সুদ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রূপালী ব্যাংকের ঋণের সুদ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রূপালী ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

Ad

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অভিযোগ করেন, ব্যাংক সংশ্লিষ্টরা ঋণগ্রহীতাদের কোনোরকম অবহিত না করে ঋণের সুদের হার ৮ শতাংশ থেকে ১২ শতাংশতে উন্নীত করেছে। এ সময় তারা আরও বলেন, অন্যান্য তফসিলভুক্ত ব্যাংক অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য কর্পোরেট ঋণের সুদের হার ৯ শতাংশ।

Ad
Ad

এছাড়াও রূপালী ব্যাংকের হাবিপ্রবি শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বলেন, ঋণের সুদের হার বাড়ানো হলেও ঋণগ্রহীতাদের কিস্তি পূর্বের সুদের হারেই কাটা হচ্ছে। এতে করে অনেকেই জানতে পারছেন না সুদের হার বৃদ্ধি করা হয়েছে। কিন্তু অতিরিক্ত সুদের টাকা আসল টাকা হিসেবে ঋণের সাথে যুক্ত হচ্ছে। এতে করে ঋণ পরিশোধ করা হলেও ঋণের স্থিতি বেড়েই চলেছে।

এর আগেও এক বছর পূর্বে প্রতিবাদ করলে তৎকালীন রিজিওনাল ম্যানেজার এক মাসের মধ্যে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।  কিন্তু এখনো কোনো সমস্যা সমাধান করতে সমর্থ হয়নি। এছাড়াও করোনাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে সুদ মওকুফ করার কথা থাকলেও সুদ মওকুফ করা হয়নি।

হাবিপ্রবি রূপালী ব্যাংক কর্পোরেট শাখার ব্যবস্থাপক মো. এমরান হোসেন বলেন, আপনারা যখনই যেই দাবির কথা বলেছেন আমরা তখনই সেই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। আজকে আপনারা যে মানববন্ধন করছেন সেই বিষয়েও জানি এবং ঊর্ধ্বতনদের জানিয়েছি।

আপনাদের সুদের হার ১০% করার বিষয়ে কাজ চলমান রয়েছে। আপনারা যেহেতু সিঙ্গেল ডিজিট ৮%  সুদের কথা বলছেন, আমি এ বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
বছরের শেষ দিনে দেশের বাজারে সোনার দামে পতন
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৫৭:৫১

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল নারীর
৩১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৩:২৪



বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
বিদায় আপসহীন বাংলাদেশের নেতা
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৩:৪৩


বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর
৩১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৫২



Follow Us