• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩৪ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩৪ (20-May-2024)
  • - ৩৩° সে:

পিরোজপুরে রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: সম্প্রতি রূপালী ব্যাংক পিএলসি, পিরোজপুর জোনের ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সম্মেলন এবং খেলাপি ঋণ ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২২ মার্চ শুক্রবার পিরোজপুরের ডিসি পার্কের বলেশ্বর নদীর তীরে বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পিরোজপুর ও ঝালকাঠি জেলার ১২টি শাখার ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন রূপালী ব্যাংক পিএলসি বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। রূপালী ব্যাংক পিএলসি পিরোজপুরের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসির বিভাগীয় কার্যালয় বরিশালের উপ-মহাব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়া, মো. আব্দুল হালিম ও বরিশালের জোনাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান ২০২৩ সালে পিরোজপুর জোনের অভাবনীয় সাফল্যের জন্য জোনের সকল কর্মকর্তা-কর্মচরীদের অভিনন্দন এবং ধন্যবাদ জানান। বার্ষিক ব্যবসায়িক এই সম্মেলনে তিনি ব্যবসা পর্যালোচনা, সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ, খারাপ লোন ‌আদায়, উন্নত গ্রাহক সেবা প্রদান এবং ২০২৪ সালের বার্ষিক ব্যবসায়িক লক্ষমাত্রা অর্জনের পরিকল্পনা ও বাস্তবায়নের দৃঢ়তার উপর গুরুত্বারোপ করেন।উপস্থিত  সকলে বলেশ্বর নদীর তীরে দাড়িয়ে  মাতৃসম প্রতিষ্ঠানের উন্নতির জন্য সততা, আন্তরিকতার এবং নিষ্ঠার সাথে কাজ করে রূপালী ব্যাংক পিএলসিকে শীর্ষে নিয়ে যাবার শপথ গ্রহণ করেন এবং ২০২৪ সালে সকল লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বরিশাল বিভাগকে সকল বিভাগের মধ্যে শীর্ষে নিয়ে যাবার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।