শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে সখিপুর বাজারে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


অভিযানের সময় দেখা যায়, ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজ এক কৃষকের কাছে ২,৪০০ টাকা মূল্যের ডিএসপি ও ডিএপি সার ৩,৪০০ টাকায় বিক্রি করেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রাফসান রাব্বী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সখিপুর বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করি।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available