• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই পৌষ ১৪৩২ সকাল ১০:০১:৪৫ (31-Dec-2025)
  • - ৩৩° সে:

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব

১০ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৩:১৭

জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না, এটা নতুন বাংলাদেশ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঢাকার রাজপথে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Ad

১০ নভেম্বর সোমবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। 

Ad
Ad

শফিকুল আলম লিখেছেন, ‘বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ), তাদের সমর্থকেরা এবং তাদের গণহত্যাকারী নেতা মনে করছেন, এটি ২৮ অক্টোবর, ২০০৬। তারা কল্পনা করছেন প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করার পর রাস্তা দখল করার জন্য হাজার-হাজার দুর্বৃত্তের দলকে ঢাকার কেন্দ্রস্থলে পাঠাবেন।’

তিনি আরও লিখেছেন, দুঃখিত, এটি নতুন বাংলাদেশ। নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলের যেকোনো বিক্ষোভের চেষ্টা আইনের পূর্ণ শক্তির সঙ্গে মোকাবিলা করা হবে। 

প্রেস সচিব আরও লিখেছেন, জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২৮ অক্টোবর, ২০০৬ নয়। এটি জুলাই,চিরকাল।

উল্লেখ্য, ২০০৬ সালের অক্টোবর মাস, বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সেসময় সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন, সেজন্য তখন আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট তুমুল আন্দোলন করছিল।

এমন প্রেক্ষাপটে ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় জামায়াতে ইসলামী এবং আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন ছিল এদিন। ওইদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার ঘটনা আলোড়ন তৈরি করেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ যেসব প্রতিষ্ঠান ছুটির আওতায় পড়বে না
আজ যেসব প্রতিষ্ঠান ছুটির আওতায় পড়বে না
৩১ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৪:৫৬






৮টি দল অংশ নিচ্ছে না সংসদ নির্বাচনে : ইসি
৮টি দল অংশ নিচ্ছে না সংসদ নির্বাচনে : ইসি
৩০ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৪৫


Follow Us