• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০২:২০:২৮ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

৩ আগস্ট ২০২৩ সকাল ১০:৪৯:১৩

সংবাদ ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের দ্বিতীয় জাতীয় কাউন্সিল ও উলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে  আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরকে সভাপতি এবং মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৩শ’ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

Ad

২ আগস্ট বুধবার দুপুর ২টায় মধুপুর জামি'আ ইসলামিয়া হালীমিয়া মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সম্মেলনের জাতীয় নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে এবং ইসলামের নামে তাদের সকল প্রকাশনা, প্রচার-প্রচারণা নিষিদ্ধ করতে হবে, ইসলামী পরিভাষা ব্যবহার করা অমুসলিমদের জন্য সম্পূর্ণ অবৈধ। ইসলামের সকল পরিভাষা যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, আজান, ইকামত, নবী, মাহদী শব্দ ইত্যাদি তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।

মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা আহমাদুল্লাহ ও মুফতি নাজমুল হাসান বিন নুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দারুলু রামপুরার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা ইয়াহিয়া মাহমুদ, আফতাবনগর মাদরাসার মুহতামিম শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ আলী, জামিয়া মুহাম্মদিয়া মুহতামিম মাওলানা আবুল কালাম, ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফের পীর মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটি নারায়ণগঞ্জ, দেওভোগ মাদরাসা নারায়ণগঞ্জের মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, আজাদ দ্বীনী এদারা সিলেটের সেক্রেটারি মাওলানা শায়খ আব্দুল বছির, জামিয়া রাহমানিয়া মৌলভীবাজারের মুহতামিম মাওলানা জামিল আহমদ আনসারী, মাওলানা হেলাল উদ্দিন পীর সাহেব ফরিদপুর, মাওলানা ইমদাদুল হক, শায়খে বালিয়া, বালিয়া মাদ্রাসা ময়মনসিংহের মুহতামিম মাওলানা ওয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্ডিবর্দী, পীরজাদা হাফেজ মাওলানা হানজালা, আলী আকবর কাসেমী যাদুরচর সাভার, মুফতি রেজাউল করিম আবরার, কচুয়া মাদ্রাসা চাঁদপুরের মুহতামিম মুফতি আবু হানিফ, মাওলানা গাজী ইয়াকুব আলী উসমানী বি-বাড়িয়া।

সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মদ ইমাদুদ্দীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us