• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৩:৫৫:৫১ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৩:৫৫:৫১ (25-May-2025)
  • - ৩৩° সে:

তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ ঘোড়দৌড় প্রতিযোগিতা।২৪ মে শনিবার বিকেলে তালা সদর ইউনিয়নের ঢেঙ্গার বিলে স্থানীয় যুব সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত মোট ৪৪টি ঘোড়া অংশগ্রহণ করে। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা উপভোগ করেন সকলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক  নাসিরুজ্জামান নাহিদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আয়োজন কমিটির উপদেষ্টা ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দুদু ভাই।পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।