স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধীদের কাছে দেশ নিরাপদ নয়: হারুন অর রশিদ হিরো
লক্ষ্মীপুর (উত্তর) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে।২৮ জানুয়ারি বুধবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন সোনাপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ হিরো বলেন, “যারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে ছিল, তাদের কাছে এ দেশ কখনোই নিরাপদ নয়।”তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন মানিক, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন সোহাগ, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং বর্তমান রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদল সভাপতি এস. এম. মোর্শেদ ফারুক, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটোয়ারী, বিএনপি নেতা হারুন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন যুবদল সভাপতি বাবুল পাটোয়ারী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন।বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।সভায় সোনাপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।