গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে এক জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাঘা পাগলা নামের একজন ভিক্ষুক নিহত হয়েছেন।

২৯ ডিসেম্বর সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ওই অংশে পথচারীদের পারাপারের জন্য সরকারি অর্থায়নে আধুনিক ফুটওভার ব্রিজ থাকলেও তা ব্যবহার না করে অনেক মানুষই জীবনের ঝুঁকি নিয়ে নিচের ডিভাইডার বা লোহার বেড়া টপকে রাস্তা পার হন।
আজ বিকালে নিহত ওই ব্যক্তি একইভাবে রাস্তার মাঝখানের লোহার বেড়া ভেদ করে দ্রুতগতিতে আসা একটি যানবাহনের সামনে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করলেও জনগণের মধ্যে সেগুলো ব্যবহারের অনীহা প্রকট। অলসতা বা সময় বাঁচানোর দোহাই দিয়ে মানুষ নিয়মিতই লোহার বেড়া টপকে যাতায়াত করছে, যা প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মাওনা হাইওয়ে থানার (অফিসার ইনচার্জ ওসি) কামরুজ্জামান জানায়, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বারবার সতর্ক করা সত্ত্বেও মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গায় ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও, জনসচেতনতায় সুরক্ষিত, অংশে লোহার বেড়া কেটে বা ফুটো করে অবৈধ পথ তৈরি করা হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক।
জৈনা বাজার সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মাওনা হাইয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে,পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, কেবল ব্রিজ নির্মাণ করলেই হবে না, মানুষকে তা ব্যবহারে বাধ্য করতে আইনের কঠোর প্রয়োগ এবং প্রচারণার প্রয়োজন। অন্যথায় এ ধরনের অকাল মৃত্যু রোধ করা সম্ভব নয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available