বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৮ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপশী বোর ধান, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়।


বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন- বকশীগঞ্জ উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি আসমা -উল- হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, মাঠ পরিদর্শক রকিবুল হাসান, মাঠ পরিদর্শক তাজুল ইসলামসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৯৫০ জন কৃষককে বিনামূল্যে উফশী ধান বীজ ১০ কেজি ও হাইব্রিড ধান ২ কেজি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available