মানিকগঞ্জ প্রতিনিধি: ‘স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্যকর খাবার, কীটনাশকমুক্ত হোক সবার আহার’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে আন্তর্জাতিক কীটনাশকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক ও স্থানীয় কৃষক সমাজ।

৩ ডিসেম্বর বুধবার সকাল ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন শতাধিক কৃষক, কৃষাণী ও পরিবেশ-সচেতন নাগরিক।


মানববন্ধনে নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশনের যু্গ্ম আহ্বায়ক এ্যাড. মোস্তাফিজুর রহমান মিলন, বারসিকের আঞ্চলিক সমন্বয়ক বিমল রায়, কৃষাণী কমেলা বেগম, কৃষক শহর আলী, ইব্রাহীম মিয়া, তরুণ উদ্যোক্তা ফজলুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষিতে নির্বিচারে কীটনাশক ব্যবহারের কারণে মাটি, পানি, জীববৈচিত্র্যসহ মানুষের স্বাস্থ্যের ওপর ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে এখনই ক্ষতিকর কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাপনা (IPM) সম্প্রসারণের কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, কীটনাশকমুক্ত কৃষি ও টক্সিক কেমিক্যাল নিয়ন্ত্রণে সরকারকে কঠোর নীতি প্রণয়ন করতে হবে। একই সঙ্গে কৃষকদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ, জৈব কৃষি পদ্ধতি সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available