পাবনা প্রতিনিধি: পাবনায় ৯ বছরের শিশু শিক্ষার্থী হাফসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজনসহ কয়েকশ ছাত্র-জনতা।

১৭ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে পৌর এলাকার উত্তর শালগাড়িয়া সরদারপাড়ায় গত শনিবার রাতে শিশু শিক্ষার্থী হাফসাকে ধর্ষণ ও হত্যা করে দুর্বৃত্তরা।


নিহত হাফসা মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।
বক্তারা বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার না করা হলে তাদের কর্মসূচি বহাল থাকবে এবং তারা বলেন আসামিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এ সময় পাবনা জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভিন্নভাবে প্রতিবাদী বক্তব্য দিয়ে তারা সড়ক অবরোধ করে রাখে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এসে ২৪ ঘণ্টার আশ্বাসে আন্দোলনকারীরা রাস্তা অবরোধ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্দোলনে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ সংগঠনের সদস্য স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available