মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া মিরপুর-ভেড়ামারা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় করেন।

শনিবার সকাল ১০টায় প্রথমে মিরপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।


সভায় তিনি বলেন, এলাকার উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, মাদকমুক্ত সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন সংবাদকর্মীরা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভাবধারা গড়ে তুলবেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রাগীব বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, স্থানীয় সমস্যার সমাধান এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি পরিকল্পিতভাবে কাজ করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, প্রেসক্লাব সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রেসক্লাবে মতবিনিময় শেষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় এবং জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যান। সেখানে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সুশিক্ষাই পারে সমাজকে পরিবর্তন করতে। তোমরাই ভবিষ্যৎ, দেশের উন্নয়নে দায়িত্ব তোমাদেরই সবচেয়ে বেশি।
বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। ব্যারিস্টার রাগীব সেগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available