• ঢাকা
  • |
  • বুধবার ৭ই কার্তিক ১৪৩২ দুপুর ০২:৩৪:২০ (22-Oct-2025)
  • - ৩৩° সে:

মতলবে জমি সংক্রান্ত বিরোধে নির্যাতনের অভিযোগ

২২ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪১:৪৯

সংবাদ ছবি

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: মতলব উত্তরে ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীদের নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার।

২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মো. নজরুল ইসলামের মেঝো মেয়ে শারমিন আক্তার।

Ad
Ad

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ‘অভিযুক্ত নুরুল ইসলাম ও তার ছেলে হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে শারীরিকভাবে নির্যাতন, রক্তপাত এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে।’

Ad

শারমিন আক্তার জানান, ‘গত ১৮ অক্টোবর সকালে পূর্বপরিকল্পিতভাবে আমার বাবা ও মায়ের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।’

তিনি আরও জানান, ‘গতবছরের ১০ নভেম্বর সকালে ইজমালী পুকুরের ঘাটে কাজ করার সময় হোসেন আমার মা লুৎফা বেগমকে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে মাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই ঘটনায় নূরুল ইসলাম আমার ছোট বোনকে লোহার রড দিয়ে আঘাত করলে তার হাতের হাড় ভেঙে যায়।’

শারমিন বলেন, ‘ওই ঘটনায় মামলা দায়েরের পর আসামিরা জামিনে বের হয়ে উল্টো আমাদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

তিনি আরও বলেন, ‘সবশেষ গত ২৯ সেপ্টেম্বর নূরুল ইসলাম বাদী হয়ে তার ভাই মিন্টু, বোন শাম্মি ও ভাইয়ের স্ত্রী মুক্তাকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অথচ আমার তিন ভাই ও তিন বোন দীর্ঘদিন ধরে অনুপস্থিত। এমনকি গত ৩ অক্টোবর রাতে আমার বাবাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
টানা বৃষ্টির আভাস
২২ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৯:৪১







Follow Us