স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ, বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস বিক্রির অভিযোগে পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
৮ অক্টোবর বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রিম হাটি এলাকায় মেসার্স তাহের অ্যান্ড কোং ফিলিং স্টেশনে এবং বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে খালি সিলিন্ডারে এলপিজি ভরার সময় প্রতিষ্ঠানটিকে হাতে-নাতে ধরা হয়। এ সময় বিভিন্ন কোম্পানির সিল অবৈধভাবে ব্যবহারেরও প্রমাণ মেলে।
তিনি আরও জানান, অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করায় ফিলিং স্টেশনটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, শহরের সাত্তার শপিং মলে নকল কসমেটিকস বিক্রি ও পণ্যে মূল্য তালিকা প্রদর্শন না করায় আরও এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available