বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি: শহিদুল ইসলাম বাবুল
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খাঁন বাবুল বলেছেন, জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের স্বপ্ন ছিল একটা গণতান্ত্রিক , মানবিক ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। তাদের এই স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের নির্বাচককে বাধাগ্রস্ত করতে এখনো ষড়যন্ত্র চলছে।৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, অনেক আত্মাহুতি, খুন-গুমের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করেছি। ভারতের সেবা দাস আওয়ামী গোষ্ঠী অক্টোপাসের মত গিলে ধরেছিল।তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, গণঅভ্যুত্থানের শহীদরে স্বপ্ন বাস্তবায়নে দ্রুত নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না।সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে. এম. আবু সাঈদ প্রমুখ।অপরদিকে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলাম আন্দোলন বাংলাদেশ সদরপুর উপজেলা শাখার আয়োজনে সদরপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলাম আন্দোলন বাংলাদেশ থেকে ফরিদপুর-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মাওলানা ইসহাক চোকদার ও ফরিদপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান আরেফীসহ অনেকে।