• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৭:৩৪ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

দেড় দশক ধরে ভেঙে আছে ব্রিজ, নিয়মিত ঘটছে দুর্ঘটনা

১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪৫:৫৭

সংবাদ ছবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লা ডাঙ্গী গ্রামে একটি ব্রিজ প্রায় দেড় দশক ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘ সময় ধরে সংস্কার বা পুনঃনির্মাণের কোনো উদ্যোগ না নেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, এ ব্রিজ ব্যবহার করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষদের।

Ad
Ad

প্রায় চার মাস আগে ওই ব্রিজে এক মারাত্মক দুর্ঘটনায় একজন নিহত হন এবং কয়েকজন আহত হন। এ ঘটনা পর স্থানীয়দের ক্ষোভ আরও বেড়েছে।

Ad

অভিযোগ উঠেছে, ব্রিজটির দুরবস্থা দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে আনা হলেও আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, একাধিকবার লিখিতভাবে আবেদন করলেও তা আমল পায়নি। শুধুমাত্র “বিপদজনক ব্রিজ” বলে একটি সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করেছে সংশ্লিষ্ট দপ্তর।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ব্রিজটা এমন অবস্থায় আছে যে, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় খুব ভয় লাগে। দিনের পর দিন শুধু প্রতিশ্রুতি, কাজের কাজ কিছুই হয় না।

একই গ্রামের ইলিয়াস বলেন, এই ব্রিজ দিয়ে কৃষিপণ্য, গবাদিপশু, এমনকি রোগীও নিতে হয়। বিকল্প কোনো রাস্তা নেই। কিন্তু কেউ এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে না।

আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় আছে। আমরা একাধিকবার উপজেলা প্রশাসন ও এলজিইডিকে জানিয়েছি। লিখিত প্রস্তাবও দিয়েছি। কিন্তু এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সদরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মমিন বলেন, বর্তমানে আমাদের বাজেট নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাজেট পেলে ব্রিজটির কাজ শুরু করা হবে।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডির সঙ্গে আলোচনা হয়েছে। ব্রিজটি পুনঃনির্মাণের জন্য প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে। বাজেট অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩১:২৯





সংবাদ ছবি
নলডাঙ্গায় মাদকের ঘাঁটি ধবংস করলো ছাত্রদল
১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:৩১



Follow Us