• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ সকাল ০৬:১৮:৩৫ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন

৩১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:২৮

আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ দফা দাবিতে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ছয় গড়িয়া আলহাজ শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। এসময়  মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে।

Ad

৩১ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে ইউএনও অফিস ও শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Ad
Ad

৫ দফা দাবির মধ্যে রয়েছে, বহিষ্কৃত প্রধান শিক্ষক সেলিনা বেগমের স্থায়ী বহিষ্কার করতে হবে। সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের করা এডহক কমিটি বাতিল করে এলাকার শিক্ষার্থী, অভিভাবকের মতামতের ভিত্তিতে নতুন করে এডহক কমিটি করতে হবে। স্কুলের পিন,পাসওয়ার্ড আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেলিনা বেগমের কাছ থেকে নিয়ে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আঞ্জুমানারা বেগমের কাছে হস্তান্তর করতে হবে। স্কুলের অবিভাবকদের বিরুদ্ধে মামলাবাজ সেলিনা বেগমের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহার করতে হবে। স্কুলের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে একজন প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে।

এসময় বক্তারা বলেন, দাবি আদায় না হলে সীমান্তবর্তী ৯ গ্রামের স্কুলের অবিভাবকদের নিয়ে শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা বর্জন করে রোড মার্চ টু ইউএনও অফিস পালন কর হবে। ইউএনও অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- মোগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নান্নু মিয়া, শাহ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার বাসু মিয়া, সাবেক মেম্বার মুর্শিদ মিয়া, ডা. মো. হান্নান মিয়া, সাবেক মেম্বার আনু মিয়া, সাবেক মেম্বার সহিদ মিয়া, সাবেক শিক্ষার্থী প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক, হিসাব বিজ্ঞানের সহকারী শিক্ষক রীনা বেগম প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, প্রধান শিক্ষককে জেলা প্রশাসক মহোদয় পুনঃ বহাল করেছেন।

আখাউড়া থানার ওসি জানিয়েছেন, তিনি বিদ্যালয়ে যাওয়ার পর তাকে শারীরিক আক্রমণ করা হয়েছে। সেজন্য তিনি মামলা করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
২১ জানুয়ারী ২০২৬ রাত ০৯:১২:৩৮





নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১৩


ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
ঢাকা রেলওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার-৪
২১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২২




Follow Us