• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ১০:২২:৩০ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

শেরপুরে কোটি টাকার ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

১৪ মে ২০২৪ রাত ০৮:২৯:০৫

শেরপুরে কোটি টাকার ভারতীয় চিনিসহ ব্যবসায়ী আটক

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দি থেকে পৌনে এক কোটি টাকা মূল্যের ১ হাজার ২৯২ বস্তা ভারতীয় চিনি আটক করেছে ডিবি পুলিশ। ১৩ মে সোমবার রাতে চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। এসময় রহুল আমিন নামের এক চিনি ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

Ad

১৪ মে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন।

Ad
Ad

তিনি জানান, ভারত থেকে অবৈধভাবে আমদানি করা চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে বিক্রির উদ্দেশ্যে মজুম করেছেন এক ব্যবসায়ী। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল হতে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১ হাজার ২৯২ বস্তা চিনি উদ্ধার করে ডিবি পুলিশ। পরে সেখান থেকে চিনিগুলো উদ্ধার করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) খোরশেদ আলম ও গোয়েন্দা বিভাগের ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ সরস্বতী পূজা
আজ সরস্বতী পূজা
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:৩৫






Follow Us