• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সকাল ১০:৩২:২৪ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৬:০১

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।

Ad

সমাবেশগুলোতে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

Ad
Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্যের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। এরপর বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সমাবেশে বক্তব্য দেন।

রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছে সেখানে সমাবেশে অংশ নেন তারেক রহমান। পরে ২৩ জানুয়ারি ভোররাত ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষে ভোরে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারম্যান।

ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষায় রাখার জন্য শেষ দিকের কয়েকটি সমাবেশে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তাকে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে টানা প্রায় ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে ভোরে বাসায় ফেরেন তারেক রহমান। তিনি আরও জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় শেষ সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৪:৪৯






আজ সরস্বতী পূজা
আজ সরস্বতী পূজা
২৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১২:৩৫




Follow Us