• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৯:৪১ (29-Jan-2026)
  • - ৩৩° সে:

চকরিয়ায় চিংড়ির ঘের দখলের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪ ডাকাত আটক

২ এপ্রিল ২০২৪ দুপুর ০২:৫৮:১১

চকরিয়ায় চিংড়ির ঘের দখলের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৪ ডাকাত আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় অন্যের চিংড়ির ঘের দখলের প্রস্তুতিকালে অস্ত্রধারী ডাকাত দলের দুর্ধর্ষ সন্ত্রাসী আকতার হোছাইনসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র‍্যাব।

Ad

২ এপ্রিল মঙ্গলবার রাত ৩টার দিকে চকরিয়া থানার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া মকবুলাবাদে ডাকাতির প্রস্তুতিকালে একটি ঘর থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

র‌্যাব জানায়, গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে জানা যায়, অস্ত্রধারী একদল ডাকাত চিংড়ি ঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে এলাকার একটি ঘরে অবস্থান করছে এবং ঘের দখলের প্রস্তুতি গ্রহণ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘর ঘেরাও করে সেখানেই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অভিযানে ওই ঘর থেকে অস্ত্রসহ হাতেনাতে ৪ ডাকাতকে আটক করে র‌্যাব। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা ১টি দেশিয় তৈরী এলজি, ৪টি লম্বা একনালা বন্দুক, ৯৮ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি স্মার্ট ফোন এবং সন্ত্রাসী ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলো, কক্সবাজার জেলার মহেশখালী থানার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী গ্রামের ৭নং ওয়ার্ডের কবির আহাম্মদ প্রকাশ কবির মাঝির ছেলে আকতার হোছাইন (৪২)। একই থানার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জির পাড়া গ্রামের ৭নং ওয়ার্ডের লস্কর আলীর ছেলে জয়নাল আবেদিন(৪২)। কক্সবাজার সদর থানার ভারুয়াখালী ইউনিয়নের ভারুয়াখালী গ্রামের ৪নং ওয়ার্ডের উজির আলীর ছেলে নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) এবং মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের নুনাছড়ি গ্রামের ৮নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে নুরুল আমিন (৩৮)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম
নিজের কোম্পানি বিক্রি করলেন খাবি লেম
২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৯:৪৬

রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
রাজধানীতে একজনকে গুলি, অন্যজনকে ছুরিকাঘাত
২৯ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩২:০০




Follow Us