স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ব্যাটে জোড়া ফিফটি এবং মারুফা আক্তার-স্বর্ণা আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দাপুটে এই জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই দিলারা আক্তার এবং দ্বিতীয় ওভারে শারমিন আক্তার সুপ্তা আউট হলে মাত্র ১২ রানেই দুই উইকেট হারায় দল। তবে সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।


উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে সোবহানা ছিলেন আরও আক্রমণাত্মক ৪২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটারের ১১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের পক্ষে থিপাচা পুত্থাওং ২২ রানে ৩ উইকেট শিকার করেন।
১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে থাইল্যান্ডের শুরুটাও ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সুয়ানান খিয়াওতো। দ্বিতীয় উইকেটে নাত্থাকান চান্থাম (৪৬) ও নান্নাপাত কনচারোয়েনকাই ৬৭ রানের জুটি গড়ে লড়াইয়ের আভাস দিলেও রানরেটের চাপ সামলাতে পারেননি তারা।
মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনির স্পেলে ভেঙে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ। স্বর্ণা আক্তার ২১ রানে এবং রিতু মনি ২০ রানে দুটি করে উইকেট নেন। পেসার মারুফা আক্তার শুরু ও শেষ দিকে কার্যকর বোলিং করে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস।
ফলে ৩৯ রানের বড় জয়ে সুপার সিক্স পর্বে হ্যাটট্রিক জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ নারী দল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available