নিজস্ব প্রতিবেদক : ডিজএবল ডেভেলপমেন্ট এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন (ডিডিইএফ) বরগুনা জেলা পাথরঘাটা উপজেলার রায়হানপুর গ্রামে ডিডিইএফ সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচন করেছে।

সঠিক শিক্ষা ও প্রশিক্ষণ পেলে তারাও যে অসাধ্য সাধন করতে পারে এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছে ডিজএবল ডেভলপমেন্ট এন্ড এডুকেশনাল ফাউন্ডেশন। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে পেয়েছে আশ্রয় সহায়তা ও জীবনমান উন্নয়নের সুযোগ। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৫০০ এর অধিক প্রতিবন্ধী ব্যক্তিকে বিনামূল্যে হুইলচেয়ার ট্রাই সাইকেল ক্রাচসহ বিভিন্ন উপকরণ প্রদান করেছে।


দেশীয় বিদেশী দাতাদের সহযোগিতায় ডিডিইএফ ৪২০০ জন ঠোঁট কাটা তালু ফাটা রোগীদের বিনামূল্যে সফল ভাবে অপারেশনের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান করেছে। এছাড়া ক্যান্সার রোগীদের ৫০০০০ টাকা অনুদান দেয়ার মধ্য দিয়ে আর্থিক সহায়তা নিশ্চিত করেছে।
এই প্রতিষ্ঠানটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয় ও ২০১০ সালে এনজিও বিষয়ক ব্যুরো ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন গ্রহণ করে। এরপর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সার্বিক উন্নয়ন ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিডিইএফ।
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তার পাশাপাশি ডিডিইএফ রোহিঙ্গা ক্যাম উখিয়া ও টেকনাফে জরুরী খাদ্য সহায়তা প্রদান। বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য বিতরণ ও প্রতিবন্ধী শিশুদের মাদেরকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কোরোনার সময় প্রায় ২০০০ পরিবারকে খাদ্য সহায়তা ও সেনিটাইজেশন প্রদানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণ জলবায়ু পরিবর্তন ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম্বল বিতরণ আর্থিক সহায়তা প্রদান করছে ডিডিইএফ।
ভবিষ্যতে ডিডিইএফ পিতৃমাতৃহীন প্রতিবন্ধী শিশুদের জন্য অনাথ আশ্রম। দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্বাস্থ্য সেবার জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ মসজিদ নির্মাণ সহ এক মহা কর্মযজ্ঞের উদ্যোগ হাতে নিয়েছে।
এই প্রতিষ্ঠানটি আর্থিক অনুদান ও সহযোগিতা দিয়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সহায়তা প্রধান সম্ভব হবে। আপনিও হতে পারেন ডিডিইএফ এর বিশ্বস্ত সহযোগী এবং পিছিয়ে পড়া প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নের অংশীদার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available