গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান।

২৮ জানুয়ারি বুধবার দুপুরে শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রাজ্জাক (৭০) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটলী গ্রামের বাসিন্দা।


নিহতের ছেলে মনির হোসেন বলেন, আমরা রাজেন্দ্রপুরে থাকি। বাবা শ্রীপুর কি করে আসলো বলতে পারছি না। কয়েকদিন যাবৎ বাবা একটু অস্বাভাবিক আচার-আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে এসে বাবার মরদেহ সনাক্ত করি।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটের সময় তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। কেউ বলছে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন চলে আসে। কেউ বলছে ঝাপ দিয়েছে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available