• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ০১:৪০:৫১ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড

২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০০:৪৩

বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে।

Ad

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রিকেটীয় টানাপড়েন শুরু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়।

Ad
Ad

বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর অথবা গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয় আইসিসিকে। তবে ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সব প্রস্তাব নাকচ করে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এরপর আইসিসি বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলে। নির্ধারিত সময়সীমা শেষে বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ জানিয়ে দেয়, তারা ভারতের মাটিতে খেলবে না। এর পরপরই আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় ক্রিকেটীয় ক্ষতির পাশাপাশি বিসিবির বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ বয়কটের ফলে বাংলাদেশের ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩৩০ কোটি টাকা।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের সম্ভাব্য আর্থিক ক্ষতি হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য আয়ের বড় অংশ হারানোর কারণে বিসিবির মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ বিষয়ে বিসিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us