• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১৭:০৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:১৭:০৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

এবার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হামলা করল ইউক্রেন

২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০:২৯:৩৩

এবার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় হামলা করল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে আনা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও একটি বিমানঘাঁটিতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

হামলার পরদিন এক বিবৃতিতে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকিও দিয়েছে মস্কো। খবর ফ্রান্স টোয়েন্টি ফোরের।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, গত ২৫ নভেম্বর সোমবার রাতে রাশিয়া একযোগে ১৮৮টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে। এতে দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও উত্তেজনা বাড়ে। এ যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাশিয়া উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি বিশেষ এ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বলে বলা হচ্ছে।

জবাবে রাশিয়া গত সপ্তাহে নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের নিপ্রো শহরে হামলা চালায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬