• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৭ (17-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১১:৫৯:৪৭ (17-May-2024)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

মালদ্বীপে বাংলাদেশিদের মে দিবস পালন

২ মে ২০২৪ দুপুর ০১:৪৯:৩৩

মালদ্বীপে বাংলাদেশিদের মে দিবস পালন

মালদ্বীপ প্রতিনিধি: স্থানীয় এবং প্রবাসী শ্রমজীবী মানুষের প্রতি সংহতি রেখে, শোষণমুক্ত সমতার বিশ্ব গড়ার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে, মালদ্বীপে পালিত হয়েছে মহান মে দিবস। এ দিন প্রবাসী শ্রমিক ও স্থানীয় মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি করেন উপস্থিত সকলে।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটির আয়োজন করেন মালদ্বীপ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের শ্রমিকরা। আর এই শ্রমিক দিবসে শ্রমিকদের কল্যাণের সমর্থনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জ।

১ মে বিকেলে দিবসটি উপলক্ষ্যে মালদ্বীপ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের আয়োজনে দেশটির রাসফান চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মালে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃত্রিম সমুদ্র সৈকতে অবস্থান নেয়।

পহেলা মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হলেও বিশ্বব্যাপী শ্রমিক ন্যায্য অধিকার পাচ্ছে কিনা সে প্রশ্ন থেকেই যায় বলে উল্লেখ করেন বক্তারা। কারণ মালদ্বীপসহ পুরো বিশ্বে মে দিবস পালন করা হলেও প্রবাসী শ্রমিক বা স্থানীয় শ্রমজীবীরা অনেকেই জানেন না, শ্রমিক দিবস কি! আর এই শ্রমিক দিবসেও দেশটিতে স্থানীয়দের পাশাপাশি কাজ করছেন বহু প্রবাসী বাংলাদেশিরা।

এ সভায় উপস্থিত থেকে শ্রমিকদের ন্যায্যতা আদায়ের সাথে সংহতি প্রকাশ করেন মালদ্বীপ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ফাতিমাথ জিন্নাহ। সভায় প্রবাসী শ্রমিক ও স্থানীয় মেহনতি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ারও আহবান জানান সংশ্লিষ্টরা।

আর এই মে দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে বাংলাদেশি বক্তা মো. দুলাল, আনোয়ার হোসেন রাজু ও শহিদুল ইসলাম আয়োজকদের ধন্যবাদ জানান এবং তারা উল্লেখ করেন সত্যিকার অর্থে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে হলে মালিক ও শাসক শ্রেণির শোষণ বঞ্চনার অবসান ঘটাতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










রংপুরে অবৈধ ইটভাটা উচ্ছেদ
১৭ মে ২০২৪ সকাল ০৯:৫৯:৩১