• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫৪ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

নোয়াখালী প্রতিনিধি : জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।২৮ এপ্রিল সোমবার সকালে নোয়াখালী জজ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা দায়রা জজ অডিটরিয়ামে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান অতিরি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মোহাম্মদ মোরশেদ ইমতিয়াজ।  বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা জজ আহসান তারিক।এসময় আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু আদালত-২ এর বিচারক ফাতেমা ফেরদৌস, জেলা প্রশাসক মোহাম্মদ ঈসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্যাস্ট  মোহাম্মদ ইয়াছিন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৌওয়ব আরিফ, জয়নুল আবেদিন সিনিয়র অ্যাডভোকেট, নোয়াখালী বারের সভাপতি তাজুল ইসলাম অ্যাডভোকেট, সম্পাদক আমিরুল হোসাইন বুলবুল, শাহাদাত হোসেন পিপি, নুরুল আমিন  অ্যাডভোকেট জিপি, সাংবাদিক ফোরামের সভাপতি মানিকভূঁইয়া, আকবর হোসেনসহ শতাধিক আইনজীবী ও অন্যান্য পেশার ব্যক্তিবর্গ।