• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৫:০৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৫:০৩ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

খেলা

সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের ৭ গোল

২০ জুন ২০২৩ সকাল ১০:১৯:০৬

সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের ৭ গোল

স্পোর্টস ডেস্ক: বুকায়ো সাকার হ্যাটট্রিক ও হ্যারি কেইনের জোড়া গোলে ইউরো বাছাইপর্বে উত্তর মেসিডোনিয়াকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের বাকি দুটি গোল করেছেন, মার্কস রাশফোর্ড ও কেভিন ফিলিপস। এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে টানা ছয় ম্যাচে গোল পেয়েছেন কেইন।

ওল্ড ট্রাফোর্ডে ১৬ বছর পর নেমেই বাজিমাত করেছে, গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আর ইংলিশদের দাপুটে পারফরম্যান্সের সামনে অনেকটাই খেই হারিয়ে ফেলে সফরকারীরা।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দেন কাইল ওয়াকার। তবে ম্যান সিটির এই ডিফেন্ডারের বানানো দারুণ সুযোগ ঠিকমত কাজে লাগাতে ব্যর্থ হন সাকা। একাধিক সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোল পেতে ম্যাচের ২৯তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। রাশফোর্ড ও লুক শ’র পাস থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় আলতো শটে লক্ষ্যভেদ করেন কেইন।

ম্যাচের ৩৮তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন সাকা। ওয়াকারের কাছ থেকে পাওয়া বল বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন আর্সেনালের এই উইঙ্গার। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান রাশফোর্ড। বাইলাইন ধরে এগিয়ে রাশফোর্ডকে বল বাড়ান জর্ডান হেন্ডারসনকে। ছয় গজ দূর থেকে বাকি কাজটা সারেন লিভারপুলের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধেও একই গতিতে খেলতে থাকে ইংলিশরা। ম্যাচের ৪৭তম মিনিট ও ৫১তম মিনিটে গোল করে ক্যা রিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা।

ম্যাচের ৬৪তম মিনিটে গ্রিলিশের বাড়ানো ক্রসে স্কোরশিটে নাম তোলেন ফিলিপস। ফাঁকা জালে অনায়াসেই বল পাঠান বদলি হিসেবে নামা ফিলিপস। এরপর ম্যাচের ৭৩তম মিনিটে স্পট কিক থেকে দলের সপ্তম গোলটি করেন কেইন। এরপর কেইনকে তুলে নেওয়ার পর বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি ইংল্যান্ড।

‘সি’ গ্রুপের চারটি ম্যাচের সবগুলোতে জয় তুলে শীর্ষে ইংল্যান্ড। সমান ম্যাচে একটি জয় পেয়ে তৃতীয় স্থানে উত্তর মেসিডোনিয়া। দুইয়ে ইউক্রেন এবং তিন পয়েন্টে তিনে ইতালি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভালুকায় পুত্রের হাতে পিতা খুন
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ০১:৫২:৩৯




খোকসায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩২:৩১

হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:২২:০২


চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৭ এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৯:৫৪