যুক্তরাষ্ট্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি’র আলোচনা সভা
নিউ ইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি: জুলাই গন অভ্যুত্থান নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ।৭ আগস্ট শুক্রবার বিকেলে নিউ জার্সির প্যাটারসন সিটির ইউনিয়ন এভিনিউতে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন নিউজার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলী।প্যাটারসন সিটি বিএনপির সাধারণ সম্পাদক বেলাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজার্সি ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্ছু, তারেক খান, এডভোকেট তারেক আহমেদ চৌধুরী, এডভোকেট মুক্তাদির হোসেন, সৈয়দ খালিদ আলী, মো. খলিল, কামরান হাদি, এবাদ চৌধুরী, হাবিব আহমদে সিলু, এনাম চৌধুরী, মাছুম আহমেদ, মুজিবুল ইসলাম, জুয়েল আহমেদ, জয়নুল হকসহ নিউজার্সি স্টেট বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।