• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:২১:০৩ (11-Jun-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩০ রাত ০৩:২১:০৩ (11-Jun-2023)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ভাঙা পা নিয়েই স্বপ্ন বুনছেন মাইসুরা

২৭শে মে ২০২৩ বিকাল ০৪:৪১:৪০

ভাঙা পা নিয়েই স্বপ্ন বুনছেন মাইসুরা

ইবি প্রতিনিধি : ভাঙা পা নিয়েই ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন মাইসুরা রহমান নামের এক পরীক্ষার্থী। ২৭ মে শনিবার গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের বাণিজ্য বিভাগের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা দেন তিনি। ভাঙা পা নিয়ে চেয়ারে বসতে না পারায় মেঝেতে বসে পরীক্ষা দেন এ পরিক্ষার্থী।

এ দিন বেলা ১২টা থেকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবন কেন্দ্রের নিচতলার ১০৫ নং কক্ষে ঐ ভর্তিচ্ছুক শিক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেয় কর্তৃপক্ষ। এর আগে বেলা ১১ টার দিকে ভর্তি পরীক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবক ও বিএনসিসির সহয়তায় নিজের হলে প্রবেশ করেন মাইসুরা।

জানা যায়, গত ৫ মে রাজশাহীতে কোচিং থেকে বাসায় ফেরার পথে রিকশা উল্টে পা ভেঙে যায় মাইসুরার। মাইসুরা কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। পরীক্ষা শেষে তিনি এশিয়ান টিভি অনলাইনকে বলেন, পরীক্ষা ভালো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা অনেক সাহায্য করেছে। যদি চান্স পাই তবে ইবির ম্যানেজমেন্ট বিভাগে পড়তে চাই।

এ বিষয়ে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, মেয়েটি যেহেতু পা নিয়ে চেয়ারে বসতে পারে না তাই তার পরিক্ষার্থীর সুবিধার্থে নিচে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছি। উপাচার্য স্যারকে বিষয়টি জানানোর পর তিনি তাৎক্ষণিক এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







টঙ্গীতে যুবকের মরদেহ উদ্ধার
১০ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:১৩:২১







রংপুরে যুবলীগের ছাতা ও পানি বিতরণ
১০ই জুন ২০২৩ বিকাল ০৫:৪৫:৪৯









ASIAN TV