• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৯:৪০ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৫৯:৪০ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

সিলেটের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে চায় আলজেরিয়া

১৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৫:৪৮

সিলেটের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে কাজ করতে চায় আলজেরিয়া

স্টাফ রিপোর্টার, সিলেট: বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেল ওয়াহাব সায়দানির সঙ্গে মতবিনিময় করেছে চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ। ১৬ নভেম্বর শনিবার দুপুরে সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

এসময় রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সিলেটসহ দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীদেরকে স্বল্প সময়ে ভিসা প্রদানসহ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সাথে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, আলজেরিয়াতে প্রচুর খেজুর উৎপন্ন হয়, আসন্ন পবিত্র রমজান মাসে বাংলাদেশ আলজেরিয়া থেকে স্বল্পমূল্যে খেজুর আমদানি করতে পারে। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে। 

আলজেরিয়ার রাষ্ট্রদূত আরও বলেন, আলজেরিয়া সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ সহ উচ্চশিক্ষার সুযোগ প্রদান করছে। বাংলাদেশি শিক্ষার্থীরা এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে। এছাড়াও ব্যবসায়ীদেরকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমরা বিজনেস ভিসা প্রদান করছি। 

তিনি আলজেরিয়ার সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস চেম্বার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরপর সর্বপ্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এজন্য আমরা আলজেরিয়া সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ। 

তিনি বলেন, বাংলাদেশে উন্নতমানের তৈরি পোষাক, সিরামিক, লেদার, প্লাস্টিক পণ্য, মেলামাইন, মেডিসিন, ইলেকট্রিক ক্যাবল ও কৃষিপণ্য উৎপন্ন হয়। আলজেরিয়ার আমদানিকারকরা এসব পণ্য স্বল্পমূল্যে বাংলাদেশ থেকে আমদানি করতে পারেন। 

তিনি আরও বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন। 

সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল। এছাড়াও বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন। 

এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মো. আব্দুস সামাদ, পরিচালক আমিনুর রহমান (লিপন), কাজী মো. মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬