• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:১২:১১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ০৯:১২:১১ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ

২৫ আগস্ট ২০২৩ সকাল ০৮:৪৮:০৪

বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ৪ জনকে পিটিয়েছে প্রতিপক্ষ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ২ নারীসহ ৪ জনকে বেধড়ক পিটিয়েছে প্রতিপক্ষ। এতে মারাত্মক জখম হয়ে বাউফল হাসপাতালে ভর্তি আছেন সুবল মিস্ত্রি(৬০)।

জানা যায়, উপজেলার দাসপাড়া ল্যাংড়া মুন্সির পোল এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের সুবল মিস্ত্রি(৬০)কে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে জখম করেছে তারই স্বজাতির কয়েকজন। সুবল মিস্ত্রি(৬০) পিতা মৃত রাধা চরণ মিস্ত্রি উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।

দীর্ঘদিন ধরে সুবল মিস্ত্রির প্রতিবেশী সুদেব মণ্ডল ও নরোত্তম রায় গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫টায় সুবল মিস্ত্রি ল্যাংড়া মুন্সির পুল এলাকায় চা খেতে এলে সুদেব মন্ডল(২৫) পিতা মৃত সুধাংশু মন্ডল, সনাতন মন্ডল(২৬) পিতা গোকুল মন্ডল, নরোত্তম রায়(৪৩) পিতা মৃত নিরলস রায় তার উপর হামলা করে। এ সময় তারা বেধড়ক পিটিয়ে সুবল মিস্ত্রিকে মারাত্মক জখম করে। পরে তার চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে বাউফল হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে সুবল মিস্ত্রি বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগে বিকাল সাড়ে ৪টায় সুদেব মণ্ডল গংরা সুবল মিস্ত্রির বাড়িতে থাকা তার স্ত্রী মালতী রানী (৫০) এবং রিপতি রানী(৪০) ও তার স্বামী নিখিল মিস্ত্রি(৪৫)কেও বেধড়ক মারপিট করে। এ ঘটনায় সুবল মিস্ত্রির ছেলে সমির মিস্ত্রি(৩২) বাউফল থানায় অভিযোগ দায়ের করেছেন।

বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল হক বলেন, ঘটনা শুনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ